রঙিন ডেস্ক : রানওয়েতে নামার সময় বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের একটি বিমান।উড়ন্ত অবস্থায় বিমানের জ্বালানি শেষ হয়ে যাওয়ায় জরুরি অবতরণ করার সময় রানওয়েতে নামার আগেই বিধ্বস্ত হয় বিমানটি।শুক্রবার সকালে পশ্চিমাঞ্চলীয় লভিভ বিমানবন্দরের কাছে এটি বিধ্বস্ত হয়।
ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া তিনজন আহত হয়েছেন। বিধ্বস্ত বিমানটি মালবাহী ছিল বলে স্প্যানিশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে বিমানটিতে স্প্যানিশ কেউ হতাহত হয়েছে কিনা তা জানা য়ায়নি।
আরো পড়ুন <> এনআরসি নিয়ে মোদির আশ্বাসে বাংলাদেশ আশ্বস্ত : প্রধানমন্ত্রী
ইউক্রেনিয়ান মন্ত্রী ভ্লাদিস্লাভ ক্রিকলি তার ফেসবুক পেজে নিহতদের বিষয়টি জানান। এ ঘটনায় তদন্ত চলছে বলেও তিনি উল্লেখ করেছেন।
মন্ত্রী বলেন, উত্তর-পশ্চিম স্পেন থেকে ইস্তানম্বুল যাচ্ছিল। পাইলটের পরিকল্পনা ছিল লভিভ বিমানবন্দরে অবতরণ করে জ্বালানি সংগ্রহ করা।
তিনি বলেন, বিমানটিতে সাতজন ক্রু ও একজন যাত্রী ছিল। শুক্রবার সকালে জ্বালনি শেষ হওয়ায় জরুরি অবতরণের চেষ্টা করেছিল।
দেশটির আঞ্চলিক জরুরি সেবা বিভাগ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তিনজনকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউক্রেনের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি রানওয়ে থেকে দেড় কিলোমিটার (এক মাইলের কম) দূরে ছিল।
সূত্র : এবিসি নিউজ
এএইচ
No Comments so far
Jump into a conversationNo Comments Yet!
You can be the one to start a conversation.