রঙিন ডেস্ক : ক্যারিয়ারে ১১তম ফ্রেঞ্চ ওপেন জিতে নিলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। ফাইনালে নিজের অন্যতম প্রতিদ্বন্দ্বী ডমিনিক থিয়েমকে স্ট্রেট সেটে উড়িয়ে শিরোপা জেতেন তিনি। ফের আরো একবার প্রমাণিত হলো তিনি কেনো ক্লে কোর্টের রাজা।
৩২ বছর বয়সী নাদাল ফাইনালে ৬-৪, ৬-৩ এবং ৬-২ সেটে জেতেন।
ম্যাচ শেষে নাদাল বলেন, এই জয় অসাধারণ। আমি আজ খুব খুশি। ডমিনিক হেরে গেলেও ও খুব ভালো খেলেছেন। তিনি আমার ভালো বন্ধু। এই রকম খেলোয়াড় প্রয়োজন। আমি নিশ্চিত আগামী দু’বছরের মধ্যে ডমিনিক এখানে গ্র্যান্ডস্ল্যাম জিতবে।
আরো পড়ুন :- ফ্রেঞ্চ ওপেনের শিরোপা হালেপের হাতে
টেনিসের কিং খ্যাত এই তারকার আরো বলেন, এই জয় অসাধারণ। আমি এই অনুভূতি বলে বোঝাতে পারব না। কারণ আমি স্বপ্নেও ভাবিনি এখানে ১১ বার খেতাব জিতবো। এই রকম ভাবাটাও কঠিন।
ম্যাচের আগে থেকেই নাদালকে ফেভারিট মনে করা হলেও চলতি টুর্নামেন্টে পারফরম্যান্সের নিরিখে পিছিয়ে ছিলেন না ডমিনিকও। ফ্রেঞ্চ ওপেনেও দারুণ ছন্দে পাওয়া যায় তাকে।
এই নিয়ে ক্যারিয়ারের ১৭তম গ্র্যান্ডস্ল্যামটি জিতলেন নাদাল।
আরপি/ এএইচ
এসজেডকে
No Comments so far
Jump into a conversationNo Comments Yet!
You can be the one to start a conversation.