-File photo
রঙিন ডেস্ক : সাকিব আল হাসানের কাছে ফিক্সিংয়ের প্রস্তাব এসেছিলো, সেটা সাকিব প্রত্যাখান করলেও বিষয়টি আইসিসিকে না জানানো ছিলো তার ভুল। তবে বিসিবি সব সময় সাকিব আল হাসানের সাথে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার গণভবনে আজারবাইজানে ন্যাম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আরো পড়ুন:- নারী ফুটবলারদের বুট দিলেন রোনালদো
প্রধানমন্ত্রী বলেন, আইসিসির সিদ্ধান্তের ওপর খুব বেশি কিছু করার নেই, ক্যাসিনোর সাথে বিসিবির কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে প্রত্যাখ্যান করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু তথ্য গোপন করে জানাননি আইসিসি কিংবা বিসিবিকে। যে কারণে এখন ১৮ মাসের নিষেধাজ্ঞার সামনে সাকিব।
আরপি/ এএইচ
No Comments so far
Jump into a conversationNo Comments Yet!
You can be the one to start a conversation.