রঙিন ডেস্ক : বছর ঘুরে আবার এলো ঈদুল আযহা। এই ঈদের বিশেষত্ব হচ্ছে কোরবানী তথা ত্যাগ। সবাই এই বিশেষ দিনটাকে উদযাপনের জন্য ঘরে ঘরে পশু কোরবানী দিচ্ছেন। তবে পশুর বর্জে্য যেন পরিবেশের ক্ষতি না হয় সে লক্ষে একটি বার্তা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
কোরবানী ঈদকে সামনে রেখে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে গতকাল রবিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন সাকিব।
আরো পড়ুন:- ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
তিনি লিখেছেন, ‘উৎসবের সঙ্গে সঙ্গে ঈদে থাকুক নিরাপত্তা ও সচেতনতা। কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোন প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। একটি পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’
আরপি/ এএইচ
No Comments so far
Jump into a conversationNo Comments Yet!
You can be the one to start a conversation.