রঙিন ডেস্ক : ‘স্টুডেন্টস অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছিলো মহেশ ভাট কন্যা আলিয়া ভাটের। এবারে এ সিনেমার সিকুয়্যল ‘স্টুডেন্টস অব দ্য ইয়ার-টু’য়ের মাধ্যমে বলিউডের রুপালি দুনিয়ায় প্রবেশ করবেন চাঙ্কি পান্ডে তনয়া অনন্যা ভাট এমনটাই গুঞ্জন এখন বিটাউনে ।
২০১২ সালের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘স্টুডেন্টস অব দ্য ইয়ার’। তিন নবাগত অভিনেতা-অভিনেত্রী বরুন ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটের এ সিনেমার প্রায় দীর্ঘ পাঁচ বছর আসছে এর দ্বিতীয় কিস্তি। স্বভাবতই নতুন কিস্তিতে অভিনয় করছেন কারা তা জানতে আগ্রহী দর্শক।
‘স্টুডেন্টস অব দ্য ইয়ার-টু’তে দেখা যাবে ‘বাঘি’ অভিনেতা টাইগার শ্রফকে। এ খবর শোনা গেছে আগেই। এবারে শোনা যাচ্ছে এ সিনেমার প্রধান নারী চরিত্রে দেখা যাবে আরেক তারকা সন্তান অনন্যা পান্ডেকে।
সম্প্রতি মিরর টুডে’কে দেওয়া এক সাক্ষাতকারে অভিনেতা চাঙ্কি পান্ডে বলেন, ‘শিগগিরি অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে আমার মেয়ে অনন্যা। আমাকে তার এ সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছে সে। এ মুহূর্তে নিজেকে অভিনেত্রী হিসেবে তৈরি করতে ব্যস্ত রয়েছে সে।’
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বরাবরই তারকা সন্তানদের নিয়ে সিনেমা তৈরির জন্য সুপরিচিত পরিচালক করণ জোহর। আলিয়া ভাট, দিশা পাটানি, সারা আলী খান ও জাহ্নবী কাপুর সহ অনেক তারকা সন্তানেরই বলিউড অভিষেক ঘটেছে করণ জোহরের হাত ধরে। এ পরিচালকের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, ‘স্টুডেন্টস অব দ্য ইয়ার-টু’য়ের জন্য নাকি অনন্যাকেই উপযুক্ত বলে মনে করছেন করণ।
‘স্টুডেন্টস অব দ্য ইয়ার-টু’তে এবার দুই ছাত্রী ও এক ছাত্রের গল্প বলা হবে। টাইগার শ্রফের বিপরীতে অনন্যা পান্ডের নাম শোনা গেলেও আরেকটি চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও নিশ্চিত জানা যায়নি।
টিএইচ/এএইচ
No Comments so far
Jump into a conversationNo Comments Yet!
You can be the one to start a conversation.