রঙিন ডেস্ক : ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের পর এবার ওয়ান্ডে ফরমেটে খেলতে নামছে সাসেক্স। সেই হিসেবে বাংলাদেশি কাটার বয় মুস্তাফিজুর রহমানের অভিষেক হতে যাচ্ছে সাসেক্সের ওয়ান্ডেতে। ফলে মুস্তাফিজ ভক্তদের উচ্ছাসের কমতি থাকার কথা নয়। সাসেক্সও বেশ উচ্ছ্বসিত।
রবিবার গ্লচেস্টারশায়ারের বিপক্ষে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলতে নামছেন মুস্তাফিজ। একই সঙ্গে কাউন্টির ওয়ানডেতেও অভিষেক হয়ে যাচ্ছে তার। বাংলাদেশ সময় রবিবার বিকাল ৪টায় চেলটেনহ্যাম কলেজ গ্রাউন্ডে স্বাগতিকদের মুখোমুখি হবে সাসেক্স।
রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে জুনে সর্বশেষ মিডলসেক্সের বিপক্ষে খেলেছিল সাসেক্স। এই ফরম্যাটের টুর্নামেন্টে মাত্র ওই ম্যাচেই জয় পেয়েছিল সাসেক্স। এছাড়া বাকি সব ম্যাচে পরাজয়।
রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে সাসেক্স শার্ক দল
জফরা আরকার, উইল বির, বেন ব্রাউন (উইকেটরক্ষক), ড্যানি ব্রিগস, হ্যারি ফিঞ্চ, ক্রিস জর্ডান, এড জয়সি, ম্যাট মাকান, ক্রিস ন্যাশ, মুস্তাফিজুর রহমান, পিল সল্ট, আজমল শেহজাদ, লুক রাইট (অধিনায়ক)।
আরপি/ এএইচ
No Comments so far
Jump into a conversationNo Comments Yet!
You can be the one to start a conversation.