রঙিন ডেস্ক : পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। শিরোপা জয়ের মিশনে টস জিতেছে বাংলাদেশ। উইকেটের আর্দ্রতা কাজে লাগাতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক আকবর আলী। আর ম্যাচে প্রথম উইকেটটি নিয়ে নিলেন অভিষেক দাস।
৬.৪ ওভারে অভিষেকের বলে সাক্সেনার ক্যাচটি ধরেন মাহমুদুল হাসান। সাক্সেনা ১৭ বলে করেছেন ২ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ ওভারে এক উইকেট হারিয়ে ১৩রান। ক্রিজে আছেন যশস্বী জাসওয়াল(৭) ও তিলক ভার্মা(০)।
সেমিফাইনালের অপরিবর্তিত একাদশ নিয়েই ফাইনাল খেলতে নামছে ভারত। পক্ষান্তরে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশ একাদশে। হাসান মুরাদের পরিবর্তে অভিষেক দাসকে একাদশে অন্তর্ভূক্ত করেছে বাংলাদেশ।
আরো পড়ুন:- ফাইনালের আগে নাবিলের সাক্ষাৎকার
বাংলাদেশ অনূর্ধ্ব একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (অধিনায়ক), রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও অভিষেক দাস।
ভারত অনূর্ধ্ব একাদশ: যশস্বী জাসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়াম গার্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।
আরপি/ এএইচ
No Comments so far
Jump into a conversationNo Comments Yet!
You can be the one to start a conversation.