রঙিন ডেস্ক : জরিমানার টাকা পরিশোধ করে কর ফাঁকির মামলায় কারাদণ্ডাদেশ থেকে মুক্তি পেলেন লিওনেল মেসি ও তার বাবা হোর্হে মেসি।
স্পেনের একটি আদালত গত বছর জুলাই মাসে লিওনেল মেসি ও তার বাবাকে কর ফাঁকির মামলায় কারাদণ্ড প্রদান করে। মেসিকে ২১ মাস ও তার বাবা হোর্হে মেসিকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। অবশ্য তখনই বলা হয়েছিল যে তাদেরকে একদিনও কারাবাস করতে হবে না।
শুক্রবার স্প্যানিশ একটি আদালত তাদের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে জরিমানার অর্থ পরিশোধ করার পরই কারাদণ্ড তুলে নেওয়া হয়েছে।
২ কোটি ৩১ লাখ ৩৬ হাজার ২৯৫ টাকা জরিমানা দিয়ে মেসি তার ২১ মাসের কারাবাস থেকে মুক্তি পান। আর তার বাবা ১ কোটি ৬৬ লাখ ৫৮ হাজার ১৩২ টাকা জরিমানা দিয়ে কারাবাস থেকে মুক্তি পান।
মেসি ও তার বাবার উপর থেকে কারাবাস উঠে যাওয়ার খবরটি এমন সময় এল যখন লিওনেল মেসি বার্সেলোনাতেই থাকছেন বলে জানিয়েছে বার্সেলোনা। দুদিন আগে বার্সা জানিয়েছে নতুন চুক্তিতে রাজি হয়েছেন মেসি। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকছেন।
এএইচ
No Comments so far
Jump into a conversationNo Comments Yet!
You can be the one to start a conversation.