রঙিন ডেস্ক: এ সময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী সুজানা এখন অবসর সময় কাটাচ্ছেন। টিভি নাটক এখন আর তাকে টানেনা। দিন দিন আগ্রহ কমে যাচ্ছে। এর পিছনের কারণ দর্শক। বাংলাদেশের দর্শকরা এখন আর আগের মতো আগ্রহ দেখাচ্ছেন না টিভি নাটকে। আর এই কারণেই সুজানাও অভিমান করে আছেন।
সুজানা জাফর একজন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও অভিনেত্রী হিসেবেও ছোটপর্দার দর্শকদের কাছে তার চাহিদা রয়েছে। সামনেই আসছে ঈদ কিন্তু এখন পর্যন্ত ঈদের কোনো নাটকে অভিনয় করেননি এই অভিনেত্রী। কারণ তিনি বিশ্রামে রয়েছেন।
টিভি নাটক নিয়ে তার মনে একধরণের হতাশাও রয়েছে বলে জানিয়েছেন। সুজানার মতে টিভি নাটকে দর্শকদের কাছে থেকে আগের মতো রেসপন্স পাওয়া যায়না। এছাড়াও নাটকেও অনেক রাজনীতি দেখা যাচ্ছে। যার ফলে অনেক শিল্পীই ঠিক মতো কাজ পাচ্ছেন না। এদিকে চলচ্চিত্রে নায়িকা হিসেবে কাজের অফার থাকা সত্ত্বেও ভালো গল্পের অভাব ও নানা শর্তের জন্য কাজ করা হয়ে উঠছে না এমনটাই জানিয়েছেন সুজানা জাফর।
এ/এইচ
No Comments so far
Jump into a conversationNo Comments Yet!
You can be the one to start a conversation.