রঙিন ডেস্ক : ২০২০ সালের জানুয়ারিতে পাকিস্তানে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে যেতে রাজি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু পিসিবি চাচ্ছে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট সিরিজ খেলুক বাংলাদেশ। প্রস্তাবটিতে এখনো রাজি নয় বিসিবি। এমতাবস্থায় বাংলাদেশকে আরো সময় দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে(পিসিবি) এগুতে পরামর্শ দিলেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।
এ ব্যাপারে গত কয়েকদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, এই মুহূর্তে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হলেও টেস্টে খেলবে না বাংলাদেশ।
তিনি আরো বলেন, ‘সরকারের বিভিন্ন সংস্থার কাছ থেকে নিরাপত্তার ব্যাপারে সবুজ সংকেত ও পাশাপাশি ক্রিকেটারদের মধ্যে কারা যাবে না যাবে, কেমন দল হবে এবং আমরা যদি একটা মোটামুটি শক্তিশালী দল গড়তে পারি তবেই টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রশ্ন।’
আরো পড়ুন:- দুই দিনে ‘গুড নিউজ’র আয় ৩৯ কোটি
বাংলাদেশের এমন সিদ্ধান্তে কড়াভাষায় কথা বলছেন তাদের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড চেয়ারম্যান পর্যন্ত। তবে টেস্ট ম্যাচ খেলার জন্য সিদ্ধান্ত নিতে বিসিবিকে আরও বেশি সময় দেওয়ার কথা জানিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ বলেন, ‘পাকিস্তানের এতো তাড়াহুড়া করা উচিত নয়। পিসিবির উচিত বাংলাদেশকে সময় দেওয়া। প্রত্যেক বোর্ডেরই নির্দিষ্ট কিছু কৌশল থাকে। বাংলাদেশ আগে আসুক, টি-টোয়েন্টি খেলুক। এরপর বিসিবিকে সময় দেওয়া হোক সিদ্ধান্ত নেওয়ার যে কখন তারা টেস্ট খেলতে চায়। যদি বাংলাদেশ আমাদের এখানে খেলতে না আসে ২০২১ সালের মার্চের আগ পর্যন্ত পাকিস্তান কোনো পয়েন্ট পাবে না।’
আরপি/ এএইচ
No Comments so far
Jump into a conversationNo Comments Yet!
You can be the one to start a conversation.