ছবি- টুইটার
রঙিন ডেস্ক: বলিউডের জন্য ২০১৯ কেমন গেল? কোন কোন ছবি বাণিজ্যিকভাবে সফল হল? এখানে রইল সেরকমই একটি তালিকা। বক্সঅফিসে বাণিজ্যসফল প্রথম ২০টি ছবির নাম। তবে ২৫ ডিসেম্বরের পরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোকে এই হিসেবের বাইরে রাখা হয়েছে।
২০১৯ সালের ২৮ জুন মুক্তি পায় ‘আর্টিকল ১৫’। আয়ুষ্মান খুরানা, ঈশা তলওয়ার অভিনীত ছবিটি সমালোচক মহলে চূড়ান্ত প্রশংসিত।অন্যধারার ছবিটি বক্স অফিসেও সফল। ব্যবসা করেছে ৯২ কোটি টাকার।
‘আর্টিকল ১৫’ সিনেমার দৃশ্য। ছবি- সংগৃহীত
টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে অভিনীত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-টু’ মুক্তি পায় এ বছর জুনে। ব্যবসা করেছে ৯৮ কোটি টাকার।
‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমার পোস্টার। ছীব- সংগৃহীত
১২৬ কোটি টাকার লক্ষ্মীলাভ করেছে ‘লুকা ছুপি’। কার্তিক আরিয়ান, কীর্তি শ্যানন অভিনীত এই ছবিটি মুক্তি পেয়েছিল ১ মার্চ।
‘লুকা ছুপি’র পোস্টার। ছবি- সংগৃহীত
অনেক সাড়া জাগিয়ে মুক্তি পেয়েছিল ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’। কঙ্গনা রানাউতের এই ছবি সমালোচিত হলেও ব্যবসা মন্দ হয়নি। বক্স অফিস কালেকশন ১৩৩ কোটি। এই ছবি মুক্তি পেয়েছিল ২৫ জানুয়ারি।
‘মণিকর্ণিকা’ সিনেমার দৃশ্যে কঙ্গনা। ছবি- সংগৃহীত
অজয় দেবগণ, তব্বুর ছবি ‘দে দে পিয়ার দে’ মুক্তি পায় মে মাসে। ব্যবসার পরিমাণ ১৩৮ কোটি টাকা।
‘দে দে পেয়ার দে’ সিনেমার দৃশ্য। ছবি- সংগৃহীত
অমিতাভ বচ্চন, তাপসী পান্নুর অসামান্য অভিনয়ে সমৃদ্ধ থ্রিলার ‘বদলা’ এ বছরের অন্যতম সফল ছবি। মুক্তি পেয়েছিল মার্চ মাসে। ব্যবসা করেছে ১৩৮ কোটি টাকার।
‘বদলা’ সিনেমার দৃশ্য। ছবি- সংগৃহীত
আয়ুষ্মান খুরানা, ভূমি পেডনেকর অভিনীত ‘বালা’ এ বছর দর্শকদের মন জয় করেছে। সামাজিক বার্তাবাহী ছবিটি মুক্তি পেয়েছিল নভেম্বর মাসে। ব্যবসা করেছে ১৪৭ কোটি টাকা।
‘বালা’ সিনেমার পোস্টার। ছবি- সংগৃহীত
আপাতত ১০০ কোটির ক্লাবেই রাখতে হচ্ছে ‘দাবাং থ্রি’-কে। ছবি মুক্তি পেয়েছে ২০ ডিসেম্বর। কিন্তু দু সপ্তাহের মধ্যেই সালমান-ম্যাজিক পৌঁছেছে ১৭৯ কোটিতে। এই ছবি যে আরো অনেক রেকর্ড চুরমার করবে, তা নিয়ে সন্দেহ নেই বিশেষজ্ঞদের।
আরো পড়ুন: টিজারে এলো ‘সূর্যবংশী’
‘দাবাং থ্রি’ সিনেমার দৃশ্য। ছবি- সংগৃহীত
এ বছরও দেশাত্মবোধক ছবির পারফরম্যান্স বেশ ভালো। অক্ষয় কুমার, পরিণীতি চোপড়া অভিনীত ‘কেসারি’ ব্যবসা করেছে ২০৭ কোটি টাকা। মুক্তি পেয়েছিল মার্চ মাসে।
‘কেসারি’ সিনেমার দৃশ্য। ছবি- সংগৃহীত
বাস্তবের সংগ্রামের কাহিনি ‘সুপার ৩০’-ও পাল্লা দিয়েছে বক্স অফিসে। হৃত্বিক রোশনের এই ছবি মুক্তি পেয়েছিল জুলাইয়ে। এ বছর ব্যবসা করেছে ২০৯ কোটি টাকা।
‘সুপার থার্টি’ সিনেমার দৃশ্য। ছবি- সংগৃহীত
সেপ্টেম্বরে মুক্তি পায় ‘ছিছোরে’। সুশান্ত সিংহ রাজপুত, শ্রদ্ধা কাপুর অভিনীত ছবিটি ২১২ কোটি টাকার ব্যবসা করেছে।
‘ছিছোরে’ সিনেমার পোস্টার। ছবি- সংগৃহীত
এ বছর ‘টোটাল ধামাল’-এ ফের ফিরে আসে মাধুরী ম্যাজিক। মাধুরী দীক্ষিত, অজয় দেবগণের এই ছবি ব্যবসা করেছে ২২৮ কোটি টাকার। ছবি মুক্তি পেয়েছিল ফেব্রুয়ারি মাসে।
‘টোটাল ধামাল’ সিনেমার দৃশ্য। ছবি- সংগৃহীত
রণবীর সিং-আলিয়া ভাটের দুরন্ত অভিনয় ছিল ‘গাল্লি বয়’ ছবির মূল আকর্ষণ। ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ছবিটি তুমুল জনপ্রিয় হয়। বক্স অফিসে ব্যবসার পরিমাণ ২৩৮ কোটি টাকা।
‘গাল্লি বয়’ সিনেমার দৃশ্য। ছবি- সংগৃহীত
অক্ষয় কুমার, ববি দেওল, রীতেশ দেশমুখ, কীর্তি শ্যানন অভিনীত ‘হাউজফুল ফোর’ মুক্তি পেয়েছিল অক্টোবরে। বহু তারকাখচিত এই ছবি বক্স অফিসে দারুণ সফল। ব্যবসা ছুঁয়েছে ২৭৯ কোটি টাকা।
‘হাউজফুল ৪’ সিনেমার পোস্টার। ছবি- সংগৃহীত
এ বছরের নারীকেন্দ্রিক ছবির মধ্যে অন্যতম, স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া ‘মিশন মঙ্গল’। বিদ্যা বালন, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহা, অক্ষয় কুমার অভিনীত এই ছবির বাণিজ্য স্পর্শ করেছে ২৯০ কোটি টাকা।
‘মিশন মঙ্গল’ সিনেমার দৃশ্য। ছবি- সংগৃহীত
সালমান-ক্যাটরিনার ছবি ‘ভারত’ ঢুকে পড়েছে ৩০০ কোটির ক্লাবে। ৫ জুন মুক্তি পাওয়া এই ছবি বাণিজ্য পৌঁছেছে ৩২৫ কোটিতে।
ভারত সিনেমার দৃশ্য। ছবি- সংগৃহীত
‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এ অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন ভিকি কৌশল। বক্স অফিসেও প্রথম সারিতে এই ছবি। ব্যবসা করেছে ৩৪২ কোটি টাকা। ছবি মুক্তি পেয়েছিল জানুয়ারিতে।
‘সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার পোস্টার। ছবি- সংগৃহীত
একরোখা, প্যাশনেট প্রেমিকের ভূমিকায় এবার বাজিমাত করেছেন শাহিদ কাপুর। কিয়ারা আডবাণীর বিপরীতে তার অভিনয় ‘কবীর সিং’ ছবির সাফল্যের রসায়ন। পুরুষতান্ত্রিকতার অভিযোগ উঠলেও দেশ জুড়ে সুপারহিট এই ছবি। ব্যবসা পৌঁছেছে ৩৭৯ কোটিতে। ছবিটি মুক্তি পেয়েছিল ২১ জুন।
‘কবীর সিং’ সিনেমার দৃশ্য। ছবি- সংগৃহীত
এ বছর ৪০০ কোটির ক্লাবে পৌঁছেছে দু’টি মাত্র ছবি। তার মধ্যে একটি প্রভাস, শ্রদ্ধা কপূরের ‘সাহো’। ছবিটি মুক্তি পেয়েছিল অগস্টে। ছবির ব্যবসা ছুঁয়েছে ৪৩৩ কোটি টাকা।
‘সাহো’ সিনেমার দৃশ্য। ছবি- সংগৃহীত
এ বছরের সবথেকে বেশি বাণিজ্যসফল ছবি ‘ওয়ার’। মুক্তি পেয়েছিল ২ অক্টোবর। মুক্তির পর থেকে এই বছর শেষ হওয়া অবধি মাত্র দু’মাসে হৃত্বিক রোশন, টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’-এর ব্যবসা পৌঁছেছে ৪৭৫ কোটি টাকায়। সূত্র: আনন্দবাজার পত্রিকা
‘ওয়ার’ সিনেমার দৃশ্য। ছবি- সংগৃহীত
এসএল/এএইচ
No Comments so far
Jump into a conversationNo Comments Yet!
You can be the one to start a conversation.