রঙিন ডেস্ক : ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিএলের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। আজ রোববার তৃতীয় দিনে ট্রিপল সেঞ্চুরি করলেন তামিম। প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথমবারের মতো হলো তার ট্রিপল সেঞ্চুরি। বিসিএলের প্রথম রাউন্ডের তৃতীয় দিনে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে ৩০০ রান করেন তিনি। ৪০৭ বল খেলে ৪০টি চারের সাহায্যে এই রান করেন দেশসেরা ওপেনার।
৬ বছর পর বিসিএল খেলতে নেমে গতকাল শনিবার দুপুরে ১২৬ বল খেলে ১৪টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। এরপর বিকেলে ২৪২ বল খেলে ২৯টি চারের সাহায্যে প্রথম শ্রেণির ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন। তার ক্যারিয়ার সেরা ইনিংস ছিল ২০৬ রান। সেটাকে ছাড়িয়ে ২২২ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেন।
আরো পড়ুন:- ছবি পোস্ট করে বিতর্কের মুখে নুসরাত ফারিয়া
আজ তৃতীয় দিন সকালে ৩১৫ বল খেলে ৩৪টি চারের সাহায্যে ২৫০ রানে পৌঁছান। ২৭৯ রান নিয়ে যান মধ্যাহ্ন বিরতিতে। বিরতি থেকে ফিরে প্রথমবার ৩০০ রান করার অনাস্বাদিত স্বাদ নেন।
আরপি/ এএইচ
No Comments so far
Jump into a conversationNo Comments Yet!
You can be the one to start a conversation.