রঙিন ডেস্ক : অনেক ছবিতেই ধর্ষণের দৃশ্য থাকে। এসব সিনেমায় অনেক গুণী অভিনেত্রীও অভিনয় করেছেন। কোনও কোনও গণধর্ষণের দৃশ্যের ভয়াবহতা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছে। কোনও দৃশ্যে অভিনয় করতে গিয়ে দীর্ঘদিন ট্রমার মধ্যে কাটিয়েছেন এমন অনেক অভিনেতাই আছেন বলিউডে। তেমনই ভয়ঙ্কর এক দৃশ্য ছিল ‘উড়তা পাঞ্জাব’সিনেমায়। যাতে অভিনয় করেছেন আলিয়া ভাট।
ছবিতে গণধর্ষণের দৃশ্য দেখে অনেকেই ভয়ে চোখ ঢেকে ফেলেছিলেন। কিন্তু সেই দৃশ্যে অভিনয় করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছিল আলিয়ার?
সম্প্রতি একটি সাক্ষাত্কারে সে বিষয়েই কথা বললেন এ বলিউড অভিনেত্রী।
ওই দৃশ্যে অভিনয় করা তার পক্ষে মোটেই সহজ ছিল না। শুধু চরিত্রের প্রয়োজনে সে দৃশ্যে রাজি হয়েছিলেন আলিয়া, “আমি স্পটে গেলাম। শুটিং শুরু হল। আমি কাজ করলাম। পরিচালক কাট বললেন, সব ঠিকঠাক ভাবেই মিটে গেল! আমি আমার ঘরে ফিরে এলাম। কিন্তু…আমার ভেতরে একটা অস্বস্তি হচ্ছিল। আমি জানতাম যে এটা শুটিং, তাই চুপ করে ছিলাম! কিন্তু তা-ও আমি কিছুতেই স্বাভাবিক হতে পারছিলাম না।”
আলিয়ার বলেন, ‘আমি আমার কাজকে খুব ভালবাসি। এটা ঠিক যে, ওই সময় আমার অদ্ভুত মানসিক পরিস্থিতি ছিল। কিন্তু তার চেয়েও অদ্ভুত, ওই পরিস্থিতিতে সকলের সামনে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে যেতে হচ্ছিল সমানে!’
আরপি/ এএইচ
No Comments so far
Jump into a conversationNo Comments Yet!
You can be the one to start a conversation.