রঙিন ডেস্ক : বাংলাদেশের অর্থনীতি মোটামুটি ভালো অবস্থানে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা প্রাদুর্ভাবের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও এখন কম-বেশি ভালো অবস্থানে রয়েছে। আমাদের রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে এবং রিজার্ভও ভাল রয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের বাজেট ঘোষণা করেছি, জানি না বাজেট বাস্তবায়ন কতদূর করতে পারবো তবে আমাদের প্রস্তুতি নিতে হবে।’
আরো পড়ুন <> কক্সবাজারের এসপি মাসুদকে রাজশাহীতে বদলী
করোনাভাইরাসের কারণে রেমিট্যান্স কমে যেতে পারে বলে আশঙ্কা করা হলেও এক্ষেত্রে বিপরীত প্রবণতা দেখা গেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রেমিট্যান্স বৃদ্ধি পেয়ে এখন ৩৯.৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। রেমিট্যান্সের জন্য আমরা ২ শতাংশ বিশেষ প্রণোদনা দিচ্ছি, আমাদের বিদেশি রিজার্ভ এখন ভালো অবস্থানে রয়েছে।’
তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে বাজেটের ঘাটতি পাঁচ শতাংশ নির্ধারণ করা হলেও, সরকার এবার বাজেটের ঘাটতি ৬ শতাংশ নির্ধারণ করেছে। প্রয়োজন হলে আমরা এটি ১০ শতাংশ করতাম, তবে তা প্রয়োজন হয়নি।’
কোভিড-১৯ মহামারি ছাড়াও সরকারকে কিছু প্রাকৃতিক বিপর্যয়েরও মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়ার কারণে আমরা এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছি।’
দেশে দীর্ঘস্থায়ী বন্যার পূর্বাভাস ছিল এবং এখনও কিছু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী ভাঙন আরও খারাপের দিকে মোড় নিয়েছে। আমরা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি, চেষ্টা করছি, বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের পাশাপাশি আওয়ামী লীগ দেশের জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সংকটের এ সময়ে জনগণের সহায়তায় সর্বাত্মক প্রচেষ্টার জন্য সরকারি কর্মকর্তা এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মীদের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।
আওয়ামী লীগ সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের কল্যাণ নিয়ে চিন্তা করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘অন্য কোনো দল ক্ষমতায় থাকলে তারা কখনই এ কাজ করতো না। এর পরিবর্তে, তারা এ সংকটকে পুঁজি করে কিছু সুযোগ-সুবিধা অর্জনের চেষ্টা করতো। কিন্তু আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কঠোর পরিশ্রম করছি।’
এএইচ
No Comments so far
Jump into a conversationNo Comments Yet!
You can be the one to start a conversation.