ছবি- সংগৃহীত
রঙিন ডেস্ক: হলিউডের পর এবার বলিউডে করোনার থাবা! টম হ্যাংকস এবং তার স্ত্রী রিটা উইলসন, ওলগা কুরিলেঙ্কো, ইদ্রিশ এলবা, ক্রিস্টোফার হিফজু, ইন্দিরা বর্মার পর এবার কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলো গায়িকা কণিকা কাপুরের শরীরে।
সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে নিজেই এই খবর জানিয়েছেন কণিকা। তিনি জানান, গত ১০ দিন আগে দেশে ফিরেছেন তিনি। বিমানবন্দরেও তার স্বাস্থ্যা পরীক্ষা হয়েছে। কিন্তু তখন কোনো উপসর্গই তার শরীরে ধরা পড়েনি। গত ৪দিন ধরে জ্বর আসছিল তার। এরপর বেশ কয়েকটি উপসর্গও দেখা দেয় শরীরে। বিপদ বুঝে সঙ্গে সঙ্গে শারীরিক পরীক্ষা করান। এরপরই জানা যায়, বিলউডের এই জনপ্রিয় গায়িকা কোভিড ১৯-এ আক্রান্ত।
আরো পড়ুন: অনন্যা বড় প্রতিদ্বন্দ্বী কে?
বর্তমানে বাড়ির মধ্যেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। তার পরিবারের সদস্যরাও প্রত্যেকে কোয়ারেন্টাইনে রয়েছেন। পাশাপাশি করোনা আক্রান্ত হওয়ায় প্রত্যেকের সঙ্গে তিনি সামাজিক দূরত্ব বজায় রাখছেন বলেও জানান কণিকা কাপুর।
এদিকে করোনা সতর্কতার জেরে বর্তমানে ঘর বন্দি বলিউডের একাধিক সেলেব। অমিতাভ বচ্চন থেকে সালমান খান, কারিনা কাপুর খান, সাইফ আলি খান, কার্তিক আরিয়ানসহ আরো অনেকে। বর্তমানে বলিউডের জনপ্রিয় সব সেলেবই নিজেদেরকে ঘরের মধ্যে বন্দি করে ফেলেছেন। সূত্র: জি-নিউজ
এসএল/এএইচ
No Comments so far
Jump into a conversationNo Comments Yet!
You can be the one to start a conversation.