রঙিন ডেস্ক : বাংলা ‘রাজকাহিনী’ ছবিটি এবার বলিউডে ‘বেগম জান’ নামে আসছে। ক্যামেরার নেপথ্যের নায়ক এবারও সৃজিত মুখোপাধ্যায়। আর ক্যামেরার সামনে যার দিকে সবার নজর থাকবে, তিনি হলেন ‘বেগম’ চরিত্রে বিদ্যা বালান। অনেকদিন ধরেই দর্শকরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ছবিটির জন্য। অবশেষে ছবি মুক্তির তারিখের ঘোষনা দিলেন ছবির অভিনেত্রী। ১৪ এপ্রিল আসছে ‘বেগমজান’, টুইট করে জানিয়ে দিলেন বিদ্যা বালান।
কলকাতার ‘রাজকাহিনি’ ছবির হিন্দি সংস্করণ সৃজিত মুখার্জীর প্রথম বলিউড ছবি ‘বেগমজান’। তবে এ ছবির প্রেক্ষাপট বাংলা ভাগ নয়। এ গল্প পাঞ্জাব কেটে দু’ভাগ করার। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় একটি গণিকালয় চালাত বেগম জান। তার সেই গণিকালয়ের গল্পই দেখাবে মহেশ ভাট ও মুকেশ ভাট প্রযোজিত বেগম জান। এখানে বেগম জানের চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে।
এছাড়াও বেশকিছু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, গওহর খান, আশিস বিদ্যার্থী, চাঙ্কি পান্ডে, রাজেশ শর্মার মতো অভিনেতাদের।
টিএইচ/এএইচ
No Comments so far
Jump into a conversationNo Comments Yet!
You can be the one to start a conversation.